ইলিশের বাড়ি চাঁদপুর ভ্রমন||One Day Tour In Chandpur

Ismail The Mapless Traveller
3

আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বাংলাদেশের ইলিশের বাড়ি চাঁদপুরকে নিয়ে।

চাঁদপুর এর ইতিহাস

চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।চাঁদপুর বাংলাদেশের একটি জেলা।এই জেলার আয়তন ১,৭০৪.০৬ বর্গকিমি।এর জনসংখ্যা প্রায় ২৬,৩৫,৭৪৮।পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এ জেলা অবস্থিত। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে "ইলিশের বাড়ি চাঁদপুর" নামে ডাকা হয়। এছাড়া চাঁদপুর নদী বন্দর হিসাবে সুখ্যাত চাঁদপুরকে এককালে "গেট ওয়ে অব ইস্টার্ন ইন্ডিয়া" বলা হতো।

সেন্টমার্টিন সম্পর্কে জানতে 

👆এখানে ক্লিক করুন

ঢাকা হতে যাওয়ার নিয়ম

ঢাকা থেকে যেতে চাইলে সায়দাবাদ থেকে চাদপুর এর সরাসরি বাস আছে আবার বিআরটিসির বাস ও আছে।বাস চাঁদপুর বাস টার্মিনাল এ থামবে।যেখান থেকে বড়স্টেশন এর রিকশা বা সিএনজি ভাড়া ২০-৩০ টকা।কম করছে যেতে চাইলে ঢাকা থেকে সরাসরি ট্রেন আছে যা খুব কমই ভাড়া পরে।ট্রেন একেবারে চাঁদপুর বড়স্টেশন নামে।


কোথায় কোথায় ঘুরবেন

চাঁদপুর এর সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো বড়স্টেশন।এখানের পরিবেশটা মন শান্ত করে দেওয়ার মতো।তারপর চলে যেতে পারেন মিনি কক্সবাজার খ্যাত চরে।বড় স্টেশন থেকে ট্রলারে করে যেতে পারেন ভাড়া ১২০-১৫০(জনপ্রতি-আসা-যাওয়া)টাকার মতো নিবে।ট্রলার থেকে লাইফ জ্যাকেট নিয়ে অবশ্যই নিবেন।চাইলে নদীতে গোসল করে আসতে পারেন।আপনার যতক্ষন মন চায় থেকে যেকোন একটা ট্রলারে করে চলে  আসবেন বড়স্টেশন।এরপর চলে যান টাটকা ইলিশ দেখতে বড় স্টেশন এর পাশেই পূর্ব দিকে মাছের বাজার।সেখান থেকে চাইলে ইলিশ কিনে পাশেই বরফ দিয়ে বাড়ি নিয়ে যেতে পারবেন।এরপর দুপুরে খাওয়া সেরে চলে যান শহরের কালিবাড়ি মোড়ে।ওয়ান মিনিটের আইসক্রিম খেতে।লোকজনকে বললেই দেখিয়ে দিবে ওয়ান মিনিটের আইসক্রিম। আইসক্রিম এর দাম ৫০টাকা থেকে শুরু।

থাকা খাওয়া

বড় স্টেশন গেটের সামনে ফোর স্টার নামে একটা হোটেল আছে।এখানেই খাওয়া খেতে পারেন।মোটামুটি ভালো মানের হোটেল।আবার টাটকা ইলিশ মাছের সাথে মাছের ভর্তা দিয়ে খেয়ে নিতে পারেন।চাঁদপুর গেলে দিনে দিনে ঘুরে আসা যায় তাই থাকার প্রয়োজন তেমন একটা হয় না।তাই সারা দিন ঘুরে সন্ধ্যায় রওনা দিতে পারেন বাড়ির উদ্দেশ্যে।

শেষ কথা

ঘুরতে গেলে একটু তাড়াতাড়ি রওনা দিবেন।তাহলে ভালোভাবে ঘুরে আসতে পারেন।কিছু খেয়ে প্লাস্টিক সব জায়গায় ফেলবেন না।প্রকৃতির সৌন্দর্য  নষ্ট করবেন না।

ভালো থাকবেন আবার দেশের অন্য কোন পর্যটন কেন্দ্র নিয়ে আসবো।

ভালো লাগলে ফলো দিন আমার পেজ এ এখানে 

আমার ফেসবুক একাউন্ট এখানে

কোন ধরনের ভুল হলে ক্ষমার চোখে দেখবেন


Post a Comment

3Comments

Post a Comment
Demos Buy Now