একদিনে মোহনপুর পর্যটন লিমিটেড ভ্রমন।One Day Tour In Mohonpur Parjatan LTD

Ismail Hossain
0

মোহনপুর পর্যটন লিমিটেড

আসসালামু আলাইকুমঃ

আজকে আসলাম মোহনপুর পর্যটন লিমিটেড নিয়ে।যা চাঁদপুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলোর একটি।যা নিয়ে আজকে আলোচনা করবো।

মোহনপুর পর্যটন লিমিটেড এর ইতিহাসঃ

মোহনপুর পর্যটন লিমিটেড ২০১০ সালে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর পাড়ে স্থাপিত হয়।যা এখন চাঁদপুর এর জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলোর একটি।যার ব্যাবস্থাপনা পরিচালক কাজী মোঃ মিজানুর রহমান।তিনিই বর্তমানে এটাকে খুব সুন্দর ভাবে পরিচালনা করছেন।


কিভাবে যাবেনঃ

১.ঢাকা থেকেঃ

ঢাকার সায়েদাবাদ থেকে কুমিল্লাগামী বাসে দাউদকান্দি যেতে হবে।ভাড়া উঠার আগেই দামাদামি করে নিবেন।

দাউদকান্দি নেমে সিএনজি করে চলে আসবেন সিরারচর। ভাড়া নিবে ৫০-৭০ টাকা। সিরারচর থেকে আবার সিএনজি করে চলে আসবেন মতলব। ভাড়া নিবে ৪০-৮০ টাকা।

এরপর মতলব থেকে সিএনজি চলে আসতে পারবেন মোহনপুর পর্যটন লিমিটেড পর্যন্ত। ভাড়া নিবে ১০০-১৫০ টাকা পর্যন্ত।

২.চট্টগ্রাম কুমিল্লা থেকেঃ

কুমিল্লা বিশ্বরোড থেকে চাঁদপুর গামী বোগদাদ বাস প্রতি ১৫ মিনিট পর পর ছেড়ে যায়।বাসে করে বাবুরহাট বাজারে নেমে যাবেন।তারপর সিএনজি(রিজার্ভ) করে মোহনপুর পর্যটন লিমিটেড পর্যন্ত চলে যাবেন।

৩.ট্রেনে করেঃ

ঢাকা বা চট্টগ্রাম হতে সরাসরি চাঁদপুর এর ট্রেন আছে।তাই চাঁদপুর এসে আবার বাবুরহাট বাজারে যেতে হবে।তারপর মোহনপুর।তারপর মোহনপুর পর্যটন লিমিটেড

আমার ওয়েবসাইট সবাই ঘুরে আসবেন

কোথায় কিভাবে ঘুরবেনঃ

মোহনপুর পর্যটন লিমিটেড এ প্রবেশ টিকেট মুল্যঃ২০০+ সিজন অনুযায়ী।ভিতরে গেলে ঘুরাঘুরির জন্য সবকিছুই উন্মুক্ত।আবার কিছু কিছু রাইড,নদীর পাড়ের সিটের,ইত্যাদির জন্য আলাদা টাকা।

দি শিপ আইএনএন

দি শিপ আইএনএন এখানের একটি ফাইব স্টার মানের হোটেল।এটাতে একসাথে অনেক লোকজন বসতে পারে।এখানের খাবার গুলোর খুব বেশিই দাম।তাই খাবার খাওয়ার আগে দেখে শুনে খাবেন।এখানের সূর্যাস্ত এর দৃশ্য অনেক সুন্দর।তাই দেখে আসার জন্য বলবো।

থাকা খাওয়াঃ

এখানে এসে দিনে দিনে ঘুরে আসা যায়।যদি থাকতে চান তাহলে তাদের নিজস্ব থাকার ব্যাবস্থা আছে।তাই আগেই তাদের সাথে কথা বলে রাখবে।আমি তাদের নাম্বার দিয়ে রাখলাম(01)।

ভ্রমণের সাধারন কিছু টিপস অ্যান্ড ট্রিকসঃ

★সবকিছুর ব্যাপারে পজিটিভ থাকুন; পজিটিভ ভাবুন সাথে কি কি নেয়া প্রয়োজন তার একটি তালিকা তৈরি করুন।

★ভ্রমণের স্থানের স্থানীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা নিয়ে যান।

★ক্যামেরার জন্য এক্সট্রা ব্যাটারী নিতে ভুলবেন না

★শীতকালে ভ্রমণ করলে যথেষ্ট পরিমান গরম কাপড় নিন

★প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সাথে রাখুন কি কি জামাকাপড় পরবেন আগে থেকেই ঠিক করে নিন।

★ টুথব্রাস, মুজা এবং অতিরিক্ত অন্তর্বাস সাথে রাখুন

★ যে কোনো বাহনে ভ্রমণের ক্ষেত্রে দামাদামি করে নিবেন। • ভ্রমণে বেশি বেশি পানি পান করুন যাতে ডিহাইড্রেট হয়ে না যান।

★ কোন পথ বা ডিরেকশন সম্পর্কে জানতে যাকে তাকে জিজ্ঞেস না করে দোকানদারকে জিজ্ঞেস

করুন

★ আপনার ভ্রমণ প্ল্যান সম্পর্কে অবশ্যই আপনার বাসার কাউকে অবহিত করে যান। • সম্ভব হলে একটি ফার্স্ট এইড কিট সাথে রাখুন

শেষ কথাঃ

কিছু খেয়ে প্লাস্টিক সব জায়গায় ফেলবেন না।প্রকৃতির সৌন্দর্য  নষ্ট করবেন না।আমাদের সম্পদ আমাদেরকেই বাচাতে হবে।

ভালো থাকবেন আবার দেশের অন্য কোন পর্যটন কেন্দ্র নিয়ে আসবো।

কোন ধরনের ভুল হলে ক্ষমার চোখে দেখবেন




Post a Comment

0Comments

Post a Comment (0)
Demos Buy Now