খৈয়াছড়া ঝর্না ভ্রমন।Tour In Khoiyachara Waterfall

Ismail Hossain
0

খৈয়াছড়া ঝর্না 

আসসালামু আলাইকুম  

আজকে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্না খৈয়াছড়া ঝর্না নিয়ে।চলুন জেনে নেই খৈয়াছড়া ঝর্না সম্পর্কে।

খৈয়াছড়া ঝর্নার ইতিহাসঃ

খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত। মীরসরাই উপজেলায় অবস্থিত খৈয়াছড়া ঝর্ণায় মোট ৯টি বড় ঝর্ণার ধাপ ও অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ রয়েছে।মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে ঝর্ণারটির অবস্থানের কারণে ঝর্ণাটির নামকরণ করা হয়েছে "খৈয়াছড়া ঝর্ণা

কিভাবে যাবেনঃ

বাসে করেঃ

দেশের যেকোন স্থান থেকে ফেনীর এর সরাসরি বাস আছে।প্রথমে ফেনী আসবেন।তারপর চট্টগ্রাম গামী যেকোন লোকাল বাস পেয়ে যাবেন মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার পর্যন্ত।অথবা,ঢাকা থেকে চট্টগ্রাম গামী সরাসরি বাসে উঠে যাবেন বাসে উঠার আগে অবশ্যই বলে দিবে আপনি মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারে নামবেন।তারপর খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে চলে যাবেন।

ট্রেনে করেঃ

দেশের যেকোন জায়গা থেকে চট্টগ্রাম গামী যেকোন ট্রেনে উঠে যাবেন।ফেনী রেলস্টেশনে সব ট্রেন থামে।তাই ফেনী নেমে যাবেন।তারপর চট্টগ্রাম গামী যেকোন লোকাল বাস পেয়ে যাবেন।উঠে পরুন তারপর মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারে নামবেন।তারপর খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে চলে যাবেন।

ঝিরি পথ

বড়তাকিয়া থেকে খৈয়াছড়া ঝর্না পর্যন্তঃ

খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে থেকে ঝর্নায় যাওয়ার ঝিরিপথ পর্যন্ত সিএনজি(রিজার্ভ) পাওয়া যায়।তারপর ঝিরি পথ দিয়ে হেটে যেতে হবে।বর্ষাকালে যা অনেক কঠিন।তাই যেকোনো সময়েই যান পায়ে শক্তপোক্ত জুতা রাখবেন বা এংলেট নিয়ে যাবেন।এখানে যাওয়ার আগে লাঠিয়ে পেয়ে যাবেন।তা নিয়ে ঝিরি পথ দিয়ে হাটা শুরু করে দিন।ঝর্নায় যাওয়ার রাস্তা একটাই তাই রাস্তা হারানোর কোন ভয় নেই।এখানে যাওয়ার জন্য অনেক গাইড পেয়ে যাবেন।দরকার হলে নিয়ে নিতে পারেন।তবে দরকার নেই কারণ ঝর্নায় যাওয়ার অনেক পর্যটক যেতে পেয়ে যাবেন।৪০-৫০ মিনিট ট্রেইল করার পর ঝর্নায় পৌছে যাবেন।তবে ঝর্নায় বেশি ঝুকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকবেন।

কোথায় খাবেনঃ

ঝর্নায় যাওয়ার সময় হোটেল পেয়ে যাবেন।সেখানে আগেই খাবারে অর্ডার দিয়ে রাখা লাগে।সেখানে আপনার ব্যাগ গুলো রেখে যেতে পারবেন।যদি খাবার অর্ডার করেন।তবে টাকা লাগেনা নয়তো টাকা লাগবো।ঝর্নায় গোসল শেষ করে এসে খাবার খেয়ে নিবেন।

কোথায় থাকবেনঃ

একদিনে খৈয়াছড়া ঝর্নায় ঘুরে আসা যায়।তাই থাকার প্রয়োজন নেই।যদি থাকেন খৈয়াছড়ায় থাকার ভালো কোন জায়গা নেই।তাই যদি থাকতে চান তবে মিরসরাই,সীতাকুণ্ড,ফেনী অথবা চট্টগ্রাম গিয়েই থাকতে হবে।

ভ্রমণের সাধারন কিছু টিপস অ্যান্ড ট্রিকসঃ

সবকিছুর ব্যাপারে পজিটিভ থাকুন; পজিটিভ ভাবুন সাথে কি কি নেয়া প্রয়োজন তার একটি তালিকা তৈরি করুন।
ভ্রমণের স্থানের স্থানীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা নিয়ে যান।
ক্যামেরার জন্য এক্সট্রা ব্যাটারী নিতে ভুলবেন না।
প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সাথে রাখুন কি কি জামাকাপড় পরবেন আগে থেকেই ঠিক করে নিন।
• টুথব্রাস, মুজা এবং অতিরিক্ত কাপড় সাথে রাখুন
• যে কোনো বাহনে ভ্রমণের ক্ষেত্রে দামাদামি করে নিবেন। • ভ্রমণে বেশি বেশি পানি পান করুন যাতে ডিহাইড্রেট হয়ে না যান।
• কোন পথ বা ডিরেকশন সম্পর্কে জানতে যাকে তাকে জিজ্ঞেস না করে দোকানদারকে জিজ্ঞেস
করুন
• আপনার ভ্রমণ প্ল্যান সম্পর্কে অবশ্যই আপনার বাসার কাউকে অবহিত করে যান। 
• সম্ভব হলে একটি ফার্স্ট এইড কিট সাথে রাখুন
•এখানে যেহেতু ঝিরি পথ তাই সাবধানে চলাচল করবেন
•পায়ে গ্রিপের জুতা পরবেন এতে পিচ্চিল জায়গায় সমস্যা হবেনা।
•ঝর্নায় সতর্কতার সাথে গোসল করবেন।
•ঝর্নার উপরের ধাপে উঠার আগে সতর্ক থাকবেন

শেষ কথাঃ

কিছু খেয়ে প্লাস্টিক সব জায়গায় ফেলবেন না।প্রকৃতির সৌন্দর্য  নষ্ট করবেন না।আমাদের সম্পদ আমাদেরকেই বাচাতে হবে।

ভালো থাকবেন আবার দেশের অন্য কোন পর্যটন কেন্দ্র নিয়ে আসবো। 

কোন ধরনের ভুল হলে ক্ষমার চোখে দেখবেন



Post a Comment

0Comments

Post a Comment (0)
Demos Buy Now