আসসালামু আলাইকুম
আজকে আসলাম পারকি সমুদ্র সৈকত নিয়ে।যা আমার দেখা কক্সবাজার এর পর দেশের সবচেয়ে সুন্দর এবং মনোরম একটি সমুদ্র সৈকত।যা নিয়ে আজকে আলোচনা করবো।
পারকি সমুদ্র সৈকত এর ইতিহাস
পারকি সমুদ্র সৈকত বা পারকি সৈকত বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত ১৩ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত।চট্টগ্রামের নেভাল একাডেমি কিংবা বিমানবন্দর এলাকা থেকে কর্ণফুলী নদী পেরোলেই পারকি চর পড়ে।
কিভাবে যাবেন
পারকি সমুদ্র সৈকত যেতে হলে প্রথমে চট্টগ্রাম আসতে হবে।যা ট্রেন অথবা বাসে করে চলে আসতে পারেন।যদি ট্রেনে আসেন তাহলে চট্টগ্রাম রেলস্টেশন থেকে প্রথমে কর্নফুলি নদীর ১৫ নম্বর ঘাটে আসতে হবে।তবে চাইলে প্রথমে পতেঙ্গা চলে আসতে পারেন।পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরে চলে যান সিএনজি নিয়ে ১৫ নম্বর ঘাটে।ঘাটে গিয়ে ট্রলারে করে চলে যান সিউএফএল ঘাটে।ঘাট থেকে অটোরিকশা বা সিএনজিকে বললেই নিয়ে যাবে পারকি সমুদ্র সৈকতে।যাকে পারকির চর নামেও ডাকা হয়।এখানে বিনোদনের জন্য বাইক,স্পিডবোট ইত্যাদি পেয়ে যাবেন।এখানের সূর্যাস্ত অনেক সুন্দর।যা না দেখলে আসল মজাটাই হারাবেন।তাই সূর্যাস্ত দেখেই আসবেন।
থাকা খাওয়া
পারকি সমুদ্র সৈকত ঘুরতে গেলে দিনে দিনে ঘুরে আসা যায়।যদি থাকতে চান তাহলে ওখানে হোটেল আছে থাকতে পারেন।রুম ভাড়া একটু বেশি পরবে তাই কথা বলে বা আগে বুকিং দিয়ে আসলে ভালো হবে।খাবার খাওয়ার জন্য মোটামুটি ভালোমানের হোটেল আছে।তাই খাওয়া নিয়ে চিন্তার কারণ নেই।তবে দেখে শুনে খাবেন।
শেষ কথা
ঘুরতে গেলে একটু তাড়াতাড়ি রওনা দিবেন।তাহলে ভালোভাবে ঘুরে আসতে পারেন।কিছু খেয়ে প্লাস্টিক সব জায়গায় ফেলবেন না।প্রকৃতির সৌন্দর্য নষ্ট করবেন না।
ভালো থাকবেন আবার দেশের অন্য কোন পর্যটন কেন্দ্র নিয়ে আসবো।
কোন ধরনের ভুল হলে ক্ষমার চোখে দেখবেন
nice place
ReplyDelete