পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমন||চট্টগ্রাম বন্দর|One Day Tour In Patenga Sea Beach

Ismail Hossain
1
আসসালামু আলাইকুম

 আজকে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমন নিয়ে।
 চলুন জেনে নেই কিভাবে একদিনে পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমন করবেন।

পতেঙ্গার ইতিহাস

পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।


কিভাবে যাবেন 

পতেঙ্গা যাওয়ার সবচেয়ে সহজ পথ হলো ট্রেনে করে যাওয়া।ট্রেনে করে প্রথমে চট্টগ্রাম রেলস্টেশন নামতে হবে।তারপর চট্টগ্রাম রেলস্টেশন এর কাছে পতেঙ্গা যাওয়ার লোকাল বাস পেয়ে যাবেন তাতে উঠে পরুন।ভাড়া তেমন বেশি না কথা বলে উঠুন।পতেঙ্গা সমুদ্র সৈকত হতে একটু দূরে নামিয়ে দিবে।হেটে সমুদ্রের পাড়ে চলে যান।ঘুরাঘুরি করে খাওয়া সেরে নিয়ে চলে যেতে পারেন কর্নফুলি ট্যানেল দেখতে।আবার স্পিডবোট এ করে সাগরে ঘুরে আসতে পারেন।রাতে বারমিজ মার্কেট আছে সেখান থেকে কেনাকাটা করতে পারেন। তারপর আবার চলে আসুন চট্টগ্রাম রেলস্টেশনে।আর আসা যাওয়ার টিকেট অগ্রিম কেটে রাখবেন।এতে ভোগান্তির শিকার হবেন না।চট্টগ্রাম থেকে ঢাকা গামী ট্রেন রাত ১১ টার আগেই ছেড়ে যায় তাই যথা সময়ে ট্রেন ধরুন।

থাকা খাওয়া

যেহেতু একদিনের ভ্রমণ তাই থাকার দরকার নেই।এখানে খাবার দেখে শুনে খাবেন।এখানে প্রতারক এর অভাব নেই।তাই দেখে শুনে কেনাকাটা করবেন।
শেষ কথা

ঘুরতে গেলে একটু তাড়াতাড়ি রওনা দিবেন।তাহলে ভালোভাবে ঘুরে আসতে পারেন।কিছু খেয়ে প্লাস্টিক সব জায়গায় ফেলবেন না।প্রকৃতির সৌন্দর্য  নষ্ট করবেন না।

ভালো থাকবেন আবার দেশের অন্য কোন পর্যটন কেন্দ্র নিয়ে আসবো। 

ভালো লাগলে ফলো দিন 

কোন ধরনের ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।

Post a Comment

1Comments

Post a Comment
Demos Buy Now