গুলিয়াখালী সমুদ্র সৈকত ঘুরে আসুন একদিনে|One Day Tour In Guliyakhali Sea Beach

Ismail Hossain
2
আসসালামু আলাইকুম

 আজকে আসলাম গুলিয়াখালী সী বিচ ভ্রমন নিয়ে।
 চলুন জেনে নেই কিভাবে একদিনে গুলিয়াখালী সী বিচ ভ্রমন করবেন।
 
গুলিয়াখালীর ইতিহাস

বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নদীর মোহনায় অবস্থিত। এটি মুরাদপুর সৈকত নামেও পরিচিত।সমুদ্রসৈকতটিকে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে সরকার। উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলের ২৫৯ দশমিক ১০ একর জায়গা এই ঘোষণার আওতায় থাকবে।

কিভাবে যাবেন

গুলিয়াখালী যাওয়ার জন্য আপনাকে প্রথমে সীতাকুণ্ড যেতে হবে।সীতাকুণ্ড কিভাবে যাবেন তা এখানে দেখুন 👈।সীতাকুণ্ড বাজার থেকে ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত।সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি রিজার্ভ করে যেতে হবে।গুলিয়াখালী বাজারে নিয়ে নামিয়ে দিবে।তারপর স্পিডবোট নিয়ে যেতে হবে।আবার যদি শুষ্ক মৌসুমে যান তাহলে হেটে যাওয়া যায়।আবার বিচের কাছে গিয়ে স্পিডবোট এ করে সাগরে ঘুরে আসতে পারবেন।
চাঁদপুর সম্পর্কে জানতে 👈
থাকা খাওয়া 

গুলিয়াখালী ঘুরতে গেলে দিনে দিনে ঘুরে আসা যায় তাই থাকার প্রয়োজন কম পরে।আর এখানে খাবারের দাম একটু বেশি।সীতাকুণ্ড বাজারে এসে খাবার খেতে পারেন।খাবারের দাম আগে জেনে নিবেন তারপর খাবেন।

শেষ কথা

ঘুরতে গেলে একটু তাড়াতাড়ি রওনা দিবেন।তাহলে ভালোভাবে ঘুরে আসতে পারেন।কিছু খেয়ে প্লাস্টিক সব জায়গায় ফেলবেন না।প্রকৃতির সৌন্দর্য  নষ্ট করবেন না।

ভালো থাকবেন আবার দেশের অন্য কোন পর্যটন কেন্দ্র নিয়ে আসবো। 

কোন ধরনের ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
ভালো লাগলে ফলো দিয়ে যাবেন।


 

Post a Comment

2Comments

Post a Comment
Demos Buy Now